পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সারা রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। রাজ্য ও জেলার পাশাপাশি ইন্দাস ব্লকে প্রথম দিনের কর্মসূচি শুরু হয়েছিল আকুই ১ নং অঞ্চলের আকুই হাইস্কুলে। তার পর থেকেই প্রত্যেক দিনই অঞ্চল ভিত্তিক কর্মসূচি চলে। সেই মতোই মঙ্গলবার এই কর্মসূচি চলে করিশুন্ডা অঞ্চলের গোবিন্দপুর হাই স্কুলে। এই কর্মসূচি যথাযথ খতিয়ে দেখতে প্রথম দিন থেকেই প্রতিটি ক্যাম্পে হাজির হচ্ছেন ইন্দাস থানার পুলিশ আধিকারিকরা। ইন্দাস থানার ওসি আবদুস সামাদ আনসারীর নেতৃত্বে ক্যাম্পগুলি ঘুরে দেখার পাশাপাশি সারাদিনই উপস্থিত থাকছেন কর্মরত অফিসার ও তার সহকর্মীরা। মঙ্গলবার করিশুণ্ডা অঞ্চলের গোবিন্দপুর হাইস্কুলের “দুয়ারে সরকার” কর্মসূচি খতিয়ে দেখতে হাজির হয়েছিলেন ইন্দাস থানার এস আই কৃষ্ণ কান্ত ব্যানার্জি ও তার সহকর্মীরা। এই দিন যে সমস্ত মানুষ উপস্থিত ছিলেন তাদের সুবিধে অসুবিধে বিশেষ ভাবে লক্ষ্য রাখেন পুলিশ আধিকারিকরা।