উত্তরপাড়া থানার পুলিশের হাতে ধৃত ২
হুগলি:পলাশ চক্রবর্তী
৩৫ হাজার টাকায় বুলেট বিক্রি হচ্ছে! খবরটা কানে আসতেই ফাঁদ পাতে পুলিশ । বুলেট ডেলিভারি দিতে এলে তাকে ধরে ফেলে ছদ্মবেশি পুলিশ।ধৃত সন্তোষ প্রসাদ ভদ্রেশ্বরের বাসিন্দা, সোমনাথ মন্ডল শ্রীরামপুরের।তাদের জেরা করে উত্তরপাড়া থানার পুলিশ। জানতে পারে মূলত হাওড়া জেলার বিভিন্ন জায়গা থেকে বাইক চুরি করত এই দলটি। ধৃতদের কাছ থেকে তিনটি বাইক উদ্ধার করেছে পুলিশ।এই বাইক চোর চক্রে আরো কে কে জরিত তা জানতে ধৃতদের হেফাজতে নিয়ে তদন্ত চালাবে পুলিশ।আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হয় ধৃত দুই অভিযুক্তকে।
