উদ্ধারকাজ খতিয়ে দেখতে সুন্দরবন পুলিশ প্রশাসন

গতকাল দক্ষিণ ২৪ পরগনার বকখালিতে বঙ্গোপসাগরে ট্রলার দুর্ঘটনার পর উদ্ধারকাজ খতিয়ে দেখতে ফ্রেজারগঞ্জের বালিয়াড়া ঘাটে এসে পৌঁছলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও সুন্দরবনের পুলিশ সুপার ভাস্কর মুখার্জি। বুধবার মধ্যরাতে দুর্ঘটনাগ্রস্ত টলার টিকে আনা হয় ফ্রেজারগঞ্জ এর বালিয়ারা এলাকায়। ট্রলারের থেকে উদ্ধার হয় নজন মৎস্যজীবীর দেহ। এখনো নিখোঁজ এক মৎস্যজীবী। অন্যদিকে আজ ভোর পাঁচটা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার বকখালি থেকে রক্তেশ্বরী চরের কাছে বঙ্গোপসাগরে উল্টে গেল একটি ইলিশ ভর্তি ট্রলার। ট্রলারের ১০ জন মৎস্যজীবী নিখোঁজ আছেন। নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশের স্পিড বোট। কাকদ্বীপ মৎস্যজীবী উন্নয়ন সমিতির সম্পাদক বিজন মাইতি বলেন, ভোর রাতে দুর্ঘটনাটি হওয়ায় কেবিনের ভেতরে ছিলেন মৎস্যজীবীরা। যার জন্য বেরতে পারেনি। উপকূল রক্ষী বাহিনীর দ্রনিয়ান দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। উৎকণ্ঠায় প্রহর গুনছেন নিখোঁজ মৎস্যজীবীদের পরিবার। বকখালি:বিশ্বজিৎ দে ,সৌরভ নস্কর