উদ্ধার করা হলো শতাধিক আধার কার্ড। ঘটনাটি ঘটে বীরভূমের সিউড়ির টিন বাজার এলাকায়। সূত্রের খবর,আধার কার্ড গুলি প্রতিটাই নতুন। 3 বাজার সবজি মার্কেটের পাশে ড্রেনের মধ্যে পড়ে থাকতে দেখা যায় ওই আধার কার্ড গুলো। তা দেখে চাঞ্চল্য ছড়ায় মানুষের মধ্যে।সেখানকার মানুষেরা জানায় রাত ধরে লাইন দিয়ে এই আধার কার্ড তৈরি করার পর তা ড্রেনে পড়ে থাকতে দেখে তারা। সেখানে পরে থাকা প্রতিটি আধার কার্ডই 3 বাজার এলাকার 5 নম্বর ওয়ার্ডের। পরে প্রশাসনের কাছে খবর দিলে প্রশাসনের আধার কার্ড গুলিকে উদ্ধার করে নিয়ে যায়। কে বা কারা এই আধার কার্ড ফেলে গেল তা নিয়ে পুলিশ এই মুহূর্তে মুখ খুলতে চায় নি তদন্তের স্বার্থে। তবে পুলিশ জানায় এই ঘটনার সম্পুর্ন তদন্তের পরেই এই ঘটনাটি পুরোপুরি জানা যাবে।
বীরভূম :সৌগত মন্ডল
