স্বাধীনতা দিবস হাতে গোনা আর কয়েকদিন বাকি। আর এর মধ্যেই রামপুরহাট থানার হাতে ধরা পরল দু দুটি পিকআপ ভ‍্যান ভর্তি জিলেটিন স্টিক। প্রশাসন সুত্রে জানা যায় গভীর রাত্রে রামপুরহাট থানার এসআই গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশ বাহিনী অভিযান চালিয়ে দুটি গাড়ি আটক করে। সেই দুটি গাড়ি থেকে উদ্ধার হয় মোট ৩৪০০টি জিলেটিন স্টিক। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত,হস্তীকান্দা জঙ্গলে। সেখানে গাড়ি চেকিং করার সময় দুটি পিকআপ ভ‍্যান সহ পাঁচজনকে আটক করে রামপুরহাট থানার পুলিশ। দুটি গাড়ি থেকেই যথাক্রমে ২০০০ টি এবং ১৪০০টি জিলেটিন স্টিক পাওয়া যায়। এই ঘটনার তদন্ত করছে পুলিশ রামপুরহাট থানার পুলিশ।
বীরভূম – সৌগত মন্ডল