রবিবার গভীর রাতে 54 নম্বর ব্যাটেলিয়ানের বিএসফ বিজয় পুর সীমান্তে টহল দেবার সময় সীমান্তবর্তী এলাকা থেকে তপন বিশ্বাস নামে স্থানীয় এক ব্যক্তিকে আটক করে। তার কাছ থেকে 10 কিলো গাঁজা ও 120 বতল নিষিদ্ধ ফেন্সিডিল কাশির সিরাপ উদ্ধার করে বিএসফ। এরপর বিএসফ তাকে আটক করে কৃষ্ণগঞ্জ থানার হাতে তুলে দেয়।
আজ ওই ব্যক্তিকে কৃষ্ণগর আদালতে পাঠায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।

নবদ্বীপ : কাজল বসাক