দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন পুলিশ জেলার সাগরের এসডিপিও-র অফিস ও নবনির্মিত ঢোলাহাট থানার উদ্বোধন করেন এডিজি দক্ষিণবঙ্গ সিদ্ধিনাথ গুপ্তা। উপস্থিত ছিলেন ডিআইজি শিশরাম ঝাঝারিয়া,
সুন্দরবন পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরে একটি ভাড়া বাড়িতে চলছিল ঢোলাহাট থানা। এখন থেকে সরকারি ভবনেই থানার কাজকর্ম চলবে। অন্যদিকে সুন্দরবন পুলিশ জেলা তৈরী হওয়ার পর কয়েক মাস আগে সাগর এসডিপিও পদটি তৈরী হয়। এই পদে অফিসারের দায়িত্ব নিলেও নিজস্ব অফিস ছিল না। এখন থেকে নামখানার হাসপাতাল মোড়ে নিজস্ব অফিস থেকে কাজকর্ম করবেন এসডিপিও। প্রত্যন্ত সুন্দরবন এলাকায় পুলিশি পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন পুলিশ সুপার।
ঢোলাহাট : ক্যামেরায় রাকেশ শেখের সঙ্গে বিশ্বজিৎ দে
