সারাবছর তারা কাজ করে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য। তারা আর কেউ নয় তারা পুলিশ কর্মী।সমাজকে আইনের শাসন দিতে তারা বদ্ধপরিকর। আজ রাখি বন্ধন উৎসবের দিনে অভিনব উপায়ে উৎসবে মাতলেন দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট এক নম্বর ব্লকের উস্থি থানার পুলিশকর্মীরা।উস্থি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ সমস্ত পুলিশকর্মীরা উস্থির শিরাকোল মোড়ে সমস্ত সাধারণ মানুষ ও গাড়ির চালকদের রাখি পরালেন। এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার সমস্ত মানুষ।এর ফলে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে।গাড়িচালক ও সাধারণ মানুষদের রাখি পরিয়ে যথেষ্ট খুশি পুলিশকর্মীরা।তাদের কথায় পরিবারের কাছে যেতে না পারলেও সমাজের সর্বস্তরের মানুষ এখন আমাদের পরিবারের মতো।মানুষের জন্যই সর্বদা আমরা নিয়োজিত থাকবো। এমনটাই জানালেন উস্থি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিষেক বিশ্বাস।