শুক্রবার সকালে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালের মধ্যে থাকা রোগীর আত্মীয়দের রাত্রি নিবাসের স্থানে এক মহিলার মৃতদেহ পরে থাকতে দেখা যায় হসপিটালে আশা রোগীরা। এক অ্যাম্বুলেন্স ড্রাইভার বলেন,গত দশ দিন যাবত এক মানসিক ভারসাম্যহীন মহিলা ঐ রাত্রি নিবাসের মধ্যেই থাকতো কিন্তু সকালে তার মৃত দেহ মেঝেতে পরে থাকতে দেখে। ঘটনাটি জানান হয় হাসপাতাল কর্তৃপক্ষ পান্ডুয়া বি এম ও এইচ মেহেবুব হোসেনকে। তিনি তড়িঘড়ি খবর দেয় পান্ডুয়া থানাতে। এরপর পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠায়। মহিলার পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পান্ডুয়া থানার পুলিশ।
হুগলির :পলাশ চক্রবর্তী
