দেশে মহামারির চেয়েও ভয়ংকর রূপে ছড়িয়ে পড়েছে ধর্ষণের মত ঘটনা। শিশু থেকে শতবর্ষী বৃদ্ধা নারীও হচ্ছে এই ধর্ষণের শিকার। এমনি এক দৃশ্য দেখা গেল হাবরা থানার অন্তরগর্ত আয়রা এলাকায়। চলতি মাসের 9 তারিখ আদিবাসী দিবসের দিনই ঘটেগেল ধর্ষণের মত একটি নির্মম ঘটনা। সেখানে একটি আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করে এক ব্যক্তি। এরপরই এই ঘটনার খবর পেয়ে সেই দিনই সাথে সাথে তার পরিবারের তরফ থেকে হাবড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। কিন্তু ঘটনার পর থেকে অভিযুক্ত শুকলাল টুডু পলাতক ছিল। পুলিশের চোখে ধুলো দিয়ে একাধিক জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল অভিযুক্ত। অবশেষে দক্ষিণ ২৪ পরগনার ধনিয়াখালি থানার নিমডাঙ্গা এলাকা থেকে বুধবার রাতে অভিযুক্ত শুকলাল টুডু কে গ্রেপ্তার করে হাবড়া থানার পুলিশ। পকসো আইনে মামলা রুজু করে সাত দিনের পুলিশ নিজেদের হেফাজত চেয়ে বৃহস্পতিবার বারাসাত আদালতে পাঠায় অভিযুক্তকে।
হাবড়া :শান্তনু বিশ্বাস
