নবদ্বীপ ব্লকের মাজদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের মিয়াপাড়া এলাকায় এক নাবালিকার বিয়ে রুখল নবদ্বীপ থানার পুলিশ ও ব্লক প্রশাসন। ঘটনাটি ঘটে শুক্রবার রাত ৮ টা নাগাদ। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন ব্লক প্রশাসনের আধিকারিকরা এবং নবদ্বীপ থানার পুলিশ। এরপর দুই পরিবারকে বুঝিয়ে মেয়ের ১৮ বছর ও ছেলের ২১ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া যাবে না,এমনই মর্মে মুচলেকা লিখিয়ে দুই পরিবারের স্বাক্ষর করান হয় প্রশাসনের তরফ থেকে। শেষ পর্যন্ত এই বিয়ে রুখতে সফল হয় নবদ্বীপ থানার পুলিশ ও ব্লক প্রশাসন।