এক হেরোইন বিক্রেতা এবার পুলিশের জালে

দেগঙ্গা ব্লকের দোগাছিয়া এলাকায় এক হেরোইন বিক্রেতাকে গণধোলাই দেয় এলাকার মানুষ।গ্ৰামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকায় হেরোইন,গাঁজা বিক্রি করে চলেছে ঐ ব্যক্তি। এর আগেও পুলিশের কাছে ওই হিরোইন বিক্রেতাকে তুলে দেয় গ্রামবাসিরা। হেরোইন বিক্রেতা বেশ কিছুদিন জেল খাটার পর ছাড়া পেয়ে আবারও সে একই কাজ করছিল। সেই সময় গ্রামবাসীরা হাতেনাতে ধরে তার কাছ থেকেই হিরোইন,গাঁজা উদ্ধার করে। এরপর দেগঙ্গা থানার পুলিশকে খবর দিলে,খবর পেয়ে ঘটনাস্থলে আসে দেগঙ্গা থানার পুলিশ। এরপর ওই হেরোইন বিক্রেতাকে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরা। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।

দেগঙ্গা : শান্তনু বিশ্বাস

এক হেরোইন বিক্রেতা এবার পুলিশের জালে
এক হেরোইন বিক্রেতা এবার পুলিশের জালে