
মোবাইলে বন্ধুত্বর মাধ্যমে প্রতারিত করে মোটা টাকা হাতানোর চক্র ফাস করলো এন,জে, পি পুলিশ। বুধবার একটি অবৈধ কলসেন্টারের বিরুদ্ধে পুলিশ অভিযান চালিয়ে ৬ যুবতিকে গ্রেফতার করে এন জে পি থানা।এরপরই গ্রেফতার জলপাইমোড়ের বাসিন্দা সেই কলসেন্টারের মুল পান্ডা অমর মাহাতো।
বুধবার এন,জে, পি থানা সংলগ্ন শক্তিগর কাঁঠাল তলা রোডের উপর অবস্হিত একটি বহুতলে অভিযান চালিয়ে ৬ যুবতীকে গ্রেপ্তার করে এন, জে, পি থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় ১টি ল্যাপটপ, ৮ টি এন্ড্রোয়েড মোবাইল ফোন,৮টি ছোট মোবাইল ফোন সহ কিছু নথিপত্র। নতুন পুলিশ কমিশনার গৌড়ব শর্মা এই কাজের দায়িত্ব নিয়েই শহরের অবৈধ কলসেন্টারের বিরুদ্ধে একপ্রকার যুদ্ধ ঘোষনা করেন। বেরে ওঠা সমস্থ প্রকার কুকর্মের বিরুদ্ধে লাগাতার অভিযানে সামিল বর্তমান শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। তবে এখনও বেশ কিছু অসাধু ব্যাবসায়ী পুলিশের চোখে ধুলো দিয়ে অবৈধ কলসেন্টার চালিয়ে যাচ্ছে। বুধবারের এমনই এক অভিযানে শক্তিগর থেকে গ্রেফতার হয় ৬ যুবতী। এবার পুলিশের জালে কলসেন্টারের মুল পান্ডা অমর মাহাতো।বৃহস্পতিবার তাকে পোরাঝার থেকে গ্রেফতার করে পুলিশ।এরপর ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠায় এন জে পি থানার পুলিশ।
