ভুয়ো সিম ব্যবহার করে ই-ওয়ালেট জালিয়াতির একটি বড়সরো চক্র ধরে ফেলল বাঁকুড়া জেলা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। বাঁকুড়া জেলা পুলিশ ও বাঁকুড়া সাইবার ক্রাইমের যৌথ উদ্যোগে ভুয়ো সিম ব্যবহার করে ই-ওয়ালেট জালিয়াতির বড়োসড়ো একটি চক্র ধরে ফেলে। এই ঘটনার মূল পান্ডা অভিষেক মন্ডল সহ 6 জনকে গ্রেপ্তার করেছে বাঁকুড়া জেলা পুলিশ। তাদের থেকে প্রায় নয় হাজার সিম,সাতটি বিভিন্ন ব্যাংকের পাস বই,23 টি মোবাইল ফোন,একটি ল্যাপটপ,একটি মনিটর,দুটি সিপিইউ, একটি হ্যান্ডিক্যাম ক্যামেরা,একটি রাউটার, 110 টি ভুয়ো ডকুমেন্ট,
125 টি স্টিক কালার ফটোগ্রাফ ও15 টি ডেবিট কার্ড উদ্ধার করেছে বাঁকুড়া জেলা পুলিশ। পুলিশ সূত্রে খবর,প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে প্রায় 50 লক্ষ টাকার জালিয়াতির সঙ্গে যুক্ত রয়েছে এই চক্রটি। ক্রিপ্টোকারেন্সি তে মোটা অংকের টাকা সরিয়ে রেখেছিল এই চক্রটি। এই চক্রটি অন্তঃ রাজ্যের সাথে জড়িত রয়েছে কিনা তার খোঁজ চালাচ্ছে বাঁকুড়া জেলা পুলিশ।
নবেন্দু হাটি – বাঁকুড়া
