কলকাতা : সমরেশ রায়

কলকাতা করপোরেশনের উদ্যোগে এবং নিউ মার্কেট থানার সহযোগিতায় এস এন ব্যানার্জী রোডে,এলিট সিনেমা হলে শুরু হল ভ‍্যাকসিন টিকা করণ। সকাল এগারোটা থেকে শুরু হয় এই ভ্যাকসিন দেওয়ার কাজ। বিশাল লাইন পরায়, লাইনে দাঁড়িয়ে থাকা বেশ কিছু মানুষ ভ‍্যাকসিন না নিয়েই ফিরে যান। ফলে কে এম সি কর্মকর্তা ও পুলিশের পক্ষ থেকে বার বার লাইনে দাঁড়িয়ে থাকা মানুষ জনকে জানান,আপনাদের বিচলিত হয়ার কারণ নাই,আমরা আপনাদের কুপণ দেওয়ার ব‍্যাবস্থা করছি,আপনারা আগামী কাল এই কুপণ দেখালেই হবে। এরপর নিউ মার্কেট থানার ইনচার্জ উদ্যোগ নিয়ে কুপণ তুলে দেন সবার হাতে।