সোমবার ভোর রাতে অবৈধ ভাবে নেপাল প্রবেশ করার সময় ভারত-নেপাল সীমান্তের পানিট‍্যাঙ্কির বর্ডারের ৪১নং ব‍্যাটেলিয়ান এস‌এসবির হাতে ধরা পরল তিব্বতীয় নাগরিক। ধৃত ওই ব্যক্তির নাম চোয়োজোর ওয়েসর। জানাগেছে জন্মসূত্রে চীনের তিব্বতের হলেও সে আমেরিকার বাসিন্দা। ধৃতের কাছে থেকে আমেরিকার পার্সপোট, ভারতীয় প‍্যানকার্ড, নিউ ইয়ার্কের লাইসেন্স, আইফোন, ভারতীয় ৭৬০০টাকা, নেপালের ১১হাজার ১২৫টাকা, ভদ্রপুর টু কাঠমান্ডু যাবার বিমানের টিকিট পাওয়া গিয়েছে। তার সঙ্গে থাকা এক শিলিগুড়ির বাসিন্দা  প্রেমপা ভুটিয়া কে আটক করা হয়। পরবর্তীতে এসএসবির আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করার পর খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয়। ধৃত দুজনকে খড়িবাড়ি থানা পুলিশ গ্রেপ্তার করে তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠায়।