কয়েকদিন ধরে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ কমতে শুরু করেছে; সাথে কমছে মৃত্যুর হারও। তবু কোনোরূপ শিথিলতা চাইছে না প্রশাসন। সতর্কতার সাথে প্রত্যেকটি পদক্ষেপ ফেলতে হবে। বজ্র আঁটুনি যেতে কোন মতেই আলগা না হয়,তাই কিছু শিথিলতার সাথেই রাজ্যে বিধিনিষেধ বহাল রয়েছে ১ জুলাই পর্যন্ত। পাশাপাশি এবার থেকে জেলাওয়ারি কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হল প্রশাসনের পক্ষ থেকে। কনটেইনমেন্ট জোন গুলিতে থাকবে কড়া নজরদারি। গত বছরের অভিজ্ঞতা থেকে ফের কনটেইনমেন্ট জোন এর পথেই হাঁটছে প্রশাসন। আগামী ১৯ শে জুন থেকে ঝাড়গ্রাম জেলার বেশ কয়েকটি এলাকায় কড়া নজরদারি চালানো হবে। বিধিনিষেধ জারি থাকবে ওই এলাকায় গুলিতে। এমনটাই জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।