পলাশ চক্রবর্তী,চন্দননগর :  সারাদেশে করোনার সংক্রমণ হার ক্রমশ নিম্নগামী। আমাদের রাজ্য গত 24 ঘন্টায় তিন হাজারের কাছাকাছি সংক্রামক হয়েছে এবং মৃত্যুর হার 81 র কাছাকাছি! তাই রাজ্য সরকার সারা রাজ্যের যেসব জেলাতে সংক্রামক বেশি সেখানে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে। গতবার রাজ্য সরকার যে কনটেইনমেন্ট জোন এর ঘোষণা করেছিল তার ফল আশানুরূপ হয়েছিল! সেই জন্য এবারও কনটেইনমেন্ট জোন এর উপরই জোর দেয়া হয়েছে । সেইমতো চন্দননগর পৌরসভার যে সকল ওয়ার্ড আছে তারমধ্যে 4 8 9 13 14 18 21 19 এই সকল ওয়ার্ড গুলিতে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে । তাই চন্দনগর থানার পক্ষ থেকে ওই সকল ওয়ার্ডে চলছে মাইকিং প্রচার।