রাজ্যের প্রশাসনিক প্রধান ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী দিবস শনিবার পালিত হল রানাঘাট পুরসভায়। এদিন বিভিন্ন স্কুলের ছাত্রীরা এই অনুষ্ঠানে অংশ গ্রহন করে। পাশাপাশি কন্যাশ্রী দিবসের অনুসঠানে উপস্থিত ছিলেন রানাঘাট মহকুমা শাসক রানা কর্মকার,পুলিশ আধিকারিক প্রবীর মন্ডল,রানাঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব সেনাপতি, পুরসভার চেয়ারম্যান কৌশল দেব বন্দ্যোপাধ্যায় ও অন্যন্য বিশিস্টজনেরা। এদিন পুলিশ আধিকারিকেরা ছাত্রীদের মেডেল পড়িয়ে সংবদ্ধনা জানান। বক্তৃক্তা রাখতে গিয়ে এসডিও বলেন আমাদের দেশে এখন মেয়েরা কোন অংশেই কম নেই। তারা যে কোন কাজ করে আজকের মেয়েরা উন্নতির দিশা দেখাচ্ছে।