রাজেন্দ্র নাথ দত্ত: মুর্শিদাবাদ: করোনা সংক্রমণ রুখতে আত্মশাসনের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য চলেছে লাগাতার সচেতনতামূলক প্রচার। কিন্তু সে সবের  তোয়াক্কা করছেন না একদল মানুষ। তাঁরা মাস্ক পরছেন না, মানছেন না কোনও স্বাস্থ্যবিধি। শারীরিক দূরত্ববিধিরও বালাই নেই। রবিবার জেলাজুড়ে এমনই বিধিভঙ্গকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে নেমেছিল কান্দী থানার পুলিশ । বর্তমানে মুর্শিদাবাদের কান্দীতে স্বাস্থ্যবিধি শিকেয় উঠেছে। সব্জি, মাছ বাজার থেকে রাস্তাঘাটে একদল মানুষের বেপরোয়া মনোভাব প্রকট হচ্ছে। অনেকেই মাস্ক ব্যবহার করছেন না। আবার কেউ কেউ মাস্ক পরলেও তা থুতনিতে ঝুলিয়ে রাখছেন। বাইক, অটো, টোটো চালক থেকে দোকানগুলিতে ক্রেতা বিক্রেতারা  মাস্ক ব্যবহার বা শারীরিক দূরত্ববিধি শিকেয় তুলেছেন। পুলিস ও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে মাইকের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রচারও চালানো হচ্ছে।  এদিন অবশ্য কান্দী শহর জুড়েই কড়া মনোভাব দেখিয়েছে পুলিশ। মাস্ক না থাকায় যেমন অনেককে আটক করা হয়েছে তেমনই  বেশ কিছু বাইকও আটক করা হয়েছে। ভ্যাকসিন নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। না মানলে সংক্রমণ বাড়তে পারে। মানুষকে আরও সচেতন হতে হবে জানান স্বাস্থ্য দফতর। চিকিৎসকদের বক্তব্য, তৃতীয় ঢেউ যে কোনও সময় আঘাত হানতে পারে। তাই টিকা নেওয়ার পরও মাস্ক ব্যবহার না করলে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়ে যায়।