
করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী তাই তৎপর ঝাড়গ্রাম জেলা প্রশাসন
ঝাড়গ্রাম : সুমন পন্ডিত
উৎসব শেষে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। ঝাড়গ্রাম জেলা প্রশাসন করোনা রুখতে তৎপর। তাই উর্দি পরে শুধু আইনশৃঙ্খলাই দেখে না,পাশাপাশি মানুষের পাশে থেকে এই অতিমারিতে মানুষকে সাহায্য করতে দেখা গেল পুলিশ কর্মীদের। বেশ কয়েকদিন ধরে জেলাজুড়ে নাকা চেকিং শুরু হয়েছে ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ও সাঁকরাইল এলাকায় পুলিশের পক্ষ থেকে চলছে মানুষ কে বাঁচিয়ে রাখার লড়াই। সাঁকরাইল থানার
পুলিশ জানায়, সাঁকরাইলের টুঙ্গাধুয়া এলাকায় হেলমেট না থাকায় ২৯ জন কে আটক করে ফাইন করা হয়েছে। এবং বেশ কিছু জনকে মাস্ক না পড়ায় আটক করা হয়। কয়েক ঘন্টা পর মাস্ক পরিয়ে ও ভালো ভাবে বুঝিয়ে ছেড়ে দেওয়া হয় তাদের। এছাড়াও নয়াগ্রাম থানার পুলিশের পক্ষ থেকেও চলছে এই সচেতনতা মূলক কর্ম সূচি।
