নদীয়া : কাজল বসাক
করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রিত হতেই সাধারণ মানুষের মধ্যে লক্ষ্য করা গিয়েছে চরম অসাবধানতা। শহরতলীর বিভিন্ন জায়গায় পথচলতি মানুষদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে চলা তো দুরহ ব্যাপার মাস্ক ব্যবহারের অনীহাও লক্ষ্য করা গিয়েছে সর্বত্র। বর্তমানে করোনা সংক্রমনের হার বৃদ্ধি পাওয়ায় ফের নড়েচড়ে বসতে দেখা গেল প্রশাসনকে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বারংবার জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করার বিষয়ে সচেতন করা সত্ত্বেও টনক নড়েনি জনসাধারণের। তাই নদীয়ার নবদ্বীপের জনবহুল এলাকা তথা শহরের প্রাণকেন্দ্র পোড়ামা তলা এলাকায় অভিযানে নামল নবদ্বীপ থানার পুলিশ। এবং মাস্ক ব্যবহার না করে বাইরে বেরোনোর অভিযোগে এই দিন নজন অসচেতন ব্যক্তি সহ তিনটি বাইক আটক করে থানায় নিয়ে যায় পুলিশকর্মীরা। এছাড়াও যতদিন না মহামারীর পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন এই ভাবেই শহরের বিভিন্ন প্রান্তে লাগাতার পুলিশি অভিযান চলতে থাকবে বলে জানায় পুলিশ।
