গাড়ির কাগজপত্র ঠিকমতো না থাকলে এতদিন দিতে হতো ফাইন। কিন্তু এবার সিউড়ি জেলা পুলিশ মাক্স না পড়লেই ফাইনের বন্দোবস্ত করল। রাজ্যে করোনা পরিস্থিতির জন্য সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতিনিয়ত মাইকিং করে বলা হচ্ছে মাক্স পড়ার জন্য। এবং ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন ভ্যাকসিনের। সেই সময় দাঁড়িয়ে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত বেশ কিছু মানুষ সমাজ সচেতন নন। তারা মাক্স না পড়েই রাস্তাঘাটে বেরিয়ে পড়ছেন। সেই সমস্ত মানুষদের কে সতর্ক করেছিল প্রশাসন আগেই। কিন্তু প্রশাসনের কথায় কর্ণপাত না করে তারা পুনরায় আবারো রাস্তায় বেরিয়েছে বেপরোয়াভাবে মাক্স না পড়েই। তাই এবার পুলিশকে দেখা গেল সক্রিয় ভূমিকা পালন করতে। শুক্রবার পুলিশের ট্রাফিক ওসি সুমন প্রামাণিক এবং ট্রাফিক পুলিশের অন্যান্য কর্মীরা যারা মাক্স পরেনি তাদেরকে ধরে স্পর্ট ফাইন করে। এতে যদি কিছুটা পরিমাণে মানুষ সচেতন হয় সেই দিকেই লক্ষ্য রেখে এমন ব্যবস্থা নিয়েছেন পুলিশ প্রশাসন,সূত্রের খবর। বীরভূম জেলার সিউড়ির যে সমস্ত জায়গা দিয়ে বেশি বাইক এবং যান চলাচল করে সেই সমস্ত মোড়ে পুলিশ টহলদারি চালান। তবে সচেতন জনগণ অবশ্য জানিয়েছেন এই ধরনের ঘটনায় তারা খুশি। পুলিশের এই ভূমিকা অতি প্রশংসনীয়।

সিউড়ি : দিব্যেন্দু গোস্বামী