কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে এল বড়সড় সাফল্য। চাকরি দেওয়ার নামে প্রতারণার ঘটনায় পুলিশের জালে দুই ব্যাক্তি। তাদের মধ্যে একজনের নাম অমিতাভ বসু ও অন্যজনের দিব্যেন্দু বর্ধন। মঙ্গলবার ওই দুই ধৃতদের ব্যাংকশাল আদালতে তোলা হলে বিচারক 13 আগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন। তবে যে তথ্য সামনে আসছে তা ভয়ংকর।
সূত্রের খবর,ধৃত এই দুই ব্যক্তি প্রচুর মানুষকে কলকাতা পুরসভায় চাকরি দেওয়ার নামে প্রচুর টাকা আত্মসাৎ করেছে। সোমবার তেমনই কিছু অভিসন্ধি নিয়ে অমিতাভ ও দিব্যেন্দু পুরসভায় আসে। কিন্তু সেই মুহূর্তে পুরসভায় কর্তব্যরত পুলিশ কর্মীদের তাদের দেখে সন্দেহ হয়। এরপর তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করতেই সেই সন্দেহ আরো দৃঢ় হয়। এরপর জানা যায় তারা চাকরি দেওয়ার নামে প্রচুর মানুষের সঙ্গে প্রতারণা করেছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় নিউ মার্কেট থানায়। পুলিশ এসে তাদের গ্রেফতার করে। এছাড়া তাদের কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু ভুয়ো এপয়েন্টমেন্ট লেটার।
এখন পুলিশ এটাই জানার চেষ্টা করছে এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত? নাকি এরাই প্রতারনা চক্রের মূল পান্ডা? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? তা এবার অনুসন্ধান করার চেষ্টা করছে নিউ মার্কেট থানার পুলিশ।
কলকাতা : পিউ রায়
