পলাশ চক্রবর্তী,হুগলির তারকেশ্বর : হুগলি গ্রামীণ পুলিশের সহযোগিতায় তারকেশ্বর ট্রাফিক গার্ডের ব্যবস্থাপনায় তারকেশ্বর জয়কৃষ্ণবাজারে পথচলতি 200 জন সাধারণ মানুষের হাতে স্যানিটাইজার ও মাস্ক তুলে দিলেন তারকেশ্বরের ট্রাফিক পুলিশ । বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিশিষ্ট সমাজসেবী সেখ হাসান আলি ওরফে রাজা, বিভিন্ন সমাজকল্যাণ মূলক কাজে রাজা কে পাশে পায় এলাকার মানুষ সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থা, উল্লেখ্য আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর ইনচার্জ প্রবীর রেজা, তারকেশ্বর ট্রাফিক পুলিশের ওসি সরোজ কুমার কুন্ডু সহ ট্রাফিকের অন্যান্য আধিকারিক রা ।
কল্যাণ মূলক কাজে গ্রামীণ পুলিশ
ByPolice News Press
Jun 24, 2021 kolkatapolice, policenewspress, socialcampaign, tarakeswar, Wbpolice, westbengal
