অশোকনগর থানার এজি কলোনি এলাকার বাসিন্দা সুজয় দেবনাথ 2018 সালে কর্মসূত্রে গিয়েছিল আফগানিস্তানের কাবুলে। বর্তমানে ভয়াবহ পরিস্থিতির মধ্যে সুজয় দেবনাথ আটকে রয়েছেন কাবুলে। এই কারণে কান্নায় ভেঙে পড়েন তার মা। এই খবর পেয়ে সুজয়ের বাড়িতে গিয়ে হাবরা ও অশোকনগর থানার পুলিশ প্রশাসন পরিবারের সাথে কথা বোলে পাসপোর্ট নাম্বার থেকে শুরু করে সমস্ত নথির ছবি নেয়। সুজয় ছাড়াও অশোকনগর বনবনিয়া কুচিদিন পাড়া এলাকায় অজয় মজুমদার সহ উত্তর ২৪ পরগনার আরও আটজন বাসিন্দা আটকে রয়েছে বলে সূত্রের খবর। সুজয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলে তার পরিবারের লোকেরা।সেখানে গোপালনগর থানার পাল্লা গ্রাম পঞ্চায়েতের চারজন বাসিন্দা ছাড়াও বারাসাতের এক বাসিন্দার সন্ধান পাওয়া যায়। বর্তমানে পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ।

উওর ২৪ পরগনার :

শান্তনু বিশ্বাস