ব্যারাকপুর:সুমিত বসাক

কামারহাটি পৌরসভার 37 নম্বর ওয়ার্ডের আনোয়ার বাগানে মসজিদের কাছে একটি বহুতল ফ্ল্যাট থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং বেলঘড়িয়া থানা যৌথ ভাবে 50 টি কৌটো বোমা উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে 10 টা নাগাদ।সেখানে নূর মোহাম্মদ এর বহুতল বাড়ির একতলার একদম কোনের একটি ঘর ভাড়া নিয়েছিল কাউন্সিলর কালাম উদ্দিন আনসারী ছোট ছেলে চন্দন আনসারী। তার সেই ফ্লাটে থাকতো সাফিক আলম দেড় বছর ধরে। সে তিন মাস এই ফ্ল্যাটে ছিলনা, গিয়েছিল বিহারে মেয়ের বিয়েতে।সাফিক আলম তিন মাস পরে ফেরে।তার ঘরের তালা খুলে দেখতে পায় ঘরের মধ্যে একটি গ্যাস সিলিন্ডারের পাশে প্রচুর কৌটো বোম রয়েছে । সে তখন বাড়িওয়ালা নূর মহম্মদ কে জানায়, বাড়িওয়ালার ছেলে শাহিদ নূর কামারহাটি পুলিশ ফাঁড়িতে ফোন করে জানায় । সেই খবর পেয়েই ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং বেলঘড়িয়া থানার বিরাট পুলিশ বাহিনী আসে, সেখান থেকে তাড়াতাড়ি করে বোম গুলোকে উদ্ধার করে তা নিয়ে চলে যায় । এই খবর জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়ায় । এলাকায় তিনটে সিসি ক্যামেরা রয়েছে।তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।বাড়ির মালিকের ছেলে জানায়, আমরা আতঙ্কের মধ্যে আছি প্রায় 25 থেকে 30 টা ভাড়াটে আছে যদি কোনো রকমে বাস্ট করত তবে বড় দুর্ঘটনা ঘটত।পুরো বিষয়টি তদন্ত কিরছে পুলিশ।