পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে প্রবল বৃষ্টির ফলে জলের তলায় তলিয়ে যায় বহু জমি,বহু মাটির বাড়িও ক্ষতিগ্রস্ত,
কেশপুর ব্লকের গোপীনাথপুর, কালিকাপুর, ধনভাণ্ডারা সহ বেশ কিছু এলাকায় এখনও জলের তলায়।ইতিমধ্যেই বন্যা কবলিত কেশপুরে ২ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে।
পাশাপাশি কেশপুর থানার পুলিশের উদ্যোগে কমিউনিটি কিচেন খোলা হয়েছে।সেই কমিউনিটি কিচেনের মাধ্যমে খাবার দাবারের ব্যাবস্থা করা হয়।এবং পুলিশ প্রশাসন নিজেহাতে গরীব ও দুঃস্থ মানুষকে খাবার পরিবেশন করছেন।সারা বছর তারা তাদের পাশে থাকবে বলেও আশ্বাস দেন এদিন।পুলিশের এই মহৎ কাজকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ।
