রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী ১লা সেপ্টেম্বর পুলিশ দিবস। সারা রাজ্যে পালিত হচ্ছে পুলিশ দিবস। সেই রকমই বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানায় পালিত হল পুলিশ দিবস। এইদিন কেশপুর থানার পুলিশ আধিকারিকদের উদ্যোগে এলাকার কচিকাঁচাদের হাতে তুলে দেওয়া হয় স্যানিটাইজার,মাক্স,মিষ্টি সহ বেশ কিছু সামগ্রী। এইদিন উপস্থিত ছিলেন কেশপুর থানার ভারপ্রাপ্ত অফিসার অঞ্জনি কুমার তিওয়ারি সহ থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা।