গোপন সূত্রে খবর পেয়ে বাঁকুড়ার কোতুলপুর থানার পুলিশ আটক করল অসৎ উদ্দেশ্যে মজুত করা বিপুল পরিমাণে কোডেইন ফসফেট যুক্ত ফেনসিডিল সিরাপ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। বাঁকুড়া পুলিশ সূত্রে জানা যায়,সূত্র মারফত খবর পেয়ে কোতুলপুর থানার পুলিশ জয়রামবাটি এলাকার একটি বাড়িতে হানা দেয়। সেখানে পাচারের উদ্দেশ্যে মজুত করে রাখা হয়েছিল ৫৮৫০টি ফেনসিডিল সিরাপের শিশি। যা মানুষ নেশা করার জন্য ব্যাবহার করে থাকে। তা বাজেয়াপ্ত করে পুলিশ। এরপর কোতুলপুর থানার পুলিশ জানায়, প্রায় ১০ লাখ টাকার ওই ওষুধ উদ্ধার করলেও পুলিশি অভিযানের আঁচ পেয়ে পাচারকারীরা চম্পট দেওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে পুলিশ বিষয়টি নজরে রেখেছে।

বাঁকুড়া : নবেন্দু হাটি