মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার বড়ঞা থানার বদুয়া গ্ৰামের গৃহবধূ হাসিনা বিবির খুনের ঘটনায় আদালতের নির্দেশে শুক্রবার গৃহবধূর মৃতদেহ কবর থেকে তুলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। গত ২২শে মার্চ সন্ধ্যায় ওই গৃহবধূর রহস্যজনক মৃতদেহ উদ্ধার হয় গৃহবধূর বাবার বাড়ির পাসে থাকা মাঠের নালার মধ্যে থেকে। পরে পরিবারের লোকজন গ্ৰামের মানুষের সহায়তায় দেহ উদ্ধার করে কান্দী মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন। মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই ওই গৃহবধূর সঙ্গে পণের দাবিতে মারধর করত মৃতের স্বামী, আলমঙ্গীর সেখ। তবে মৃত্যুর ঘটনার পর থেকেই পুরো ঘটনার সঠিক তদন্তের দাবিতে মৃতের পরিবার পুলিশের দ্বারস্থ হয়। এরপর মৃতের পরিবারের পক্ষ থেকে পুরো ঘটনার কথা ২০ই জুলাই কান্দী মহকুমা আদালতে লিখিতভাবে দায়ের করা হয়। এই মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছেন মৃতের পরিবার সহ গ্রামবাসীরা। ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন, গৃহবধূর মা ও বাবা সহ গ্রামের বাসিন্দারা।
রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ :
