
খুনের কিনারা করলো বলাগড় থানার পুলিশ
হুগলি:পলাশ চক্রবর্তী
বলাগড়ের ফুলপুকুর সংলগ্ন রেললাইনের পাশ থেকে উদ্ধার হয়
মৃতদেহ । বলাগড় থানা পুলিশ তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম সুরেন্দ্র চৌধুরী বয়স ৫৬,পেশায় ওঝা। তাকে খুন করে বলাগড় থানার অন্তর্গত ফুলপুকুর সংলগ্ন রেললাইনের ধারে ফেলে দিয়ে যায় বলে জানা গেছে। এরপর থেকে বলাগড় থানার পুলিশ তদন্তে নামে। অবশেষে খোঁজ মেলে মৃত ব্যক্তি ও আসামির।আজ অভিযুক্তকে চুঁচুড়া আদালতে পাঠানো হয়।
