নাকাশিপাড়া থানার পাটিকাবাড়ি স্কুল সংলগ্ন মাঠে ৬ই জুন দুই যুবকের মৃতদেহ পাওয়া গিয়েছিল। সূত্রের খবর, ধাপরিয়া গ্রামের বাসিন্দা তেতুলে তফাদার ও মইদুল দফাদার নামক ওই দুই যুবককে কুপিয়ে খুন করা হয়েছিল। এই ঘটনায় আগেই তিনজনকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি এই ঘটনায় ২১শে জুন নাগাদ এক ড্রাইভার খুন হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে ৫ অভিযুক্তকে গ্রেফতার করে নদীয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে এবং অভিযুক্তদের আদালতেও তোলা হবে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে, ওই ড্রাইভার পূর্বপরিচিত ও সমস্তটা জানত বলেই এই খুন।
