পুলিশ নিউজ প্রেস ডেস্ক: নিত্যদিনের জীবনে যারা আমাদের অনবরত নিঃস্বার্থভাবে সাহায্যের হাত বারিয়ে দেয়, তারা আর কেউ না আমাদের পশ্চিমবঙ্গেরই পুলিশ। আমরা যেকোন রকম বিপদে পরলেই সবার আগে সাহায্যের হাত বারিয়ে দেয় পুলিশ। ফলত, যারা আমাদের নিঃস্বার্থভাবে সাহায্য করে চলেছে তাদের সহযোগিতা করাটাও আমাদের কর্তব্য।

এবার পুলিশদের সহযোগিতার হাত বাড়িয়ে দিলো দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের কর্মকর্তারা। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে একটি স্ক্রেচ হাউস বা ডে কেয়ার উদ্বোধন করা হয়। এই ডে কেয়ার সেন্টারে কর্তব্যরত পুলিশকর্মীরা তাদের সন্তানদের রেখে যেতে পারবেন দেখাশোনা করার জন্য।

Written by: Ankita