গতকাল রাতে পাঁশকুড়া থানার ক্রাইম বিভাগের পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সিদ্ধা গ্ৰামের পঞ্চমপাড়া এলাকায় দিলিপ বাগ নামে এক ব্যক্তির বাড়িতে বেশ কিছু গাঁজা উদ্ধার করে।সেইমতো পাঁশকুড়া থানার ক্রাইম বিভাগ তার বাড়িতে হানা দেয় ও তাকে ভোররাতে গ্ৰেপ্তার করে।ওই ব্যক্তি পেশায় ছিলেন একজন ব্যবসায়ী।পুলিশ সূত্রে জানাগিয়েছে ওই ব্যক্তি তার ব্যবসার পাশাপাশি গাঁজা ব্যবসা করতো। আজ তাকে তমলুক জেলা আদালতে তোলা হয়েছে বলে সূত্র মারফৎ খবর।

তমলুক:সৌমাল্য ব্যানার্জী