হাওড়া:দেবাশীষ গুছাইত

নিবরা ফ্লাইওভারের কাছে ডোমজুড় থানার এসআই সঞ্জীব পাল এর নেতৃত্বে 43 কেজি গাঁজা সমেত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ডোমজুড় থানার এস আই সঞ্জীব পাল নিবড়া ফ্লাইওভার এর কাছে দুই ব্যক্তি কে 43 কেজি গাঁজা সমেত পাকড়াও করেন । সূত্রের খবর উড়িষ্যা থেকে হাওড়ার দিকে গাজা নিয়ে যাচ্ছিল। ধৃতরা হলেন সুধীর মাঝি বয়স 21 এবং এলাস মাঝি বয়স 25। দুজনকে আটক করে হাওড়া কোটে নিয়ে যাওয়া হচ্ছে রিমান্ডের জন্য । এর পেছনে কে বা কারা জরিত তার তদন্ত করছে পুলিশ।