সোমবার বাইক চুরির মুল পান্ডাকে গ্রেপ্তার করল বারাসত থানার পুলিশ। নাম মঈদুল ইসলাম,বয়স ৪০।বারাসত চন্দন পুর এলাকা থেকে বারাসাত থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে বারাসত থানায় নিয়ে আসে।তার কাছ থেকে উদ্ধার হয় ৬ টি মটর বাইক। বারসাত সহ আসপাশের এলাকা থেকে বাইক চুরির অভিযোগ আসতে থাকে পুলিশ প্রশাসনের কাছে।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বারাসত থানার পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে বারাসত চন্দনপুর এলাকায় সোমবার অভিযান চালায় বারাসত থানার পুলিশ। ওই এলাকা থেকেই বাইক চুরির অন্যতম পান্ডা মঈদুল ইসলাম কে গ্রেপ্তার করে বারাসত থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে এই বাইক চুরির চক্রে আরো কারা কারা যুক্ত তা জানার চেষ্টা করছে বারাসত থানার পুলিশ।
বারাসাত : প্রদীপ দাস
