গোপনসূত্রে অভিযান চালিয়ে 6 জনের সশস্ত্র 1 ডাকাত দলকে গ্রেপ্তার করলো মোথাবাড়ি থানার পুলিশ। রবিবার গভীর রাতে মোথাবাড়ি থানার ভগবতীপুরের কালুয়াটোলা এলাকায় ঘটনাটি ঘটে । ওই এলাকার স্ট্যান্ডের কাছে দুষ্কৃতীরা জড়ো হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ। এরপরই গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে অস্ত্র সহ ওই দুষ্কৃতীদের গ্রেফতার করে মোথাবাড়ি থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান,এক রাউন্ড কার্তুজ,দুটি লোহার রড,একটি হাঁসুয়া ও একটি শাবল ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম রাকিউল ইসলাম, রাজিকুল মোমিন, সাদিকুল মোমিন, আইয়ুব মোমিন , স্বরূপ শেখ এবং আরব শেখ। এদের বাড়ি মোথাবাড়ি থানার বিভিন্ন এলাকায়।

মালদা : রাজীব