শান্তনু বিশ্বাস,হাবড়া :  গাঁজা পাচার করতে গিয়ে মাঝ পথে গাঁজা সহ হাবড়া পুলিশের জালে পাঁচ পাচারকারী,উদ্ধার ১৬ কেজি গাঁজা,আটক গাড়ি।ধৃতরা হলেন,রাজু চক্রবর্তী (২৮),গৌতম সরকার (৩০),পার্থ চক্রবর্তী (২৫),মান্না দেব(৪০), ভৈরব মাল বাড়ি নদীয়া জেলার হরিনঘাটা থানার বিভিন্ন এলাকার বাসিন্দা ধৃত পাচারকারীরা।পুলিশ সূত্রে জানা গিয়েছে,হাবড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে হাবরা থানার বানীপুর চৌমাথা এলাকায় একটি চারচাকার অল্টো গাড়ি দাঁড় করিয়ে পাঁচ পাচারকারীদের আটক করে তল্লাশি চালালে একটি বস্তা ভর্তি গাঁজা উদ্ধার হয়।পুলিশের জেরার মুখে ধৃতরা , নদীয়া জেলার হরিনঘাটা এলাকা থেকে গাঁজা গুলো বারাসাতের উদ্দেশ্যে পাচার করছিল বলে সূত্রের খবে।পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে,ধৃতরা উত্তর বঙ্গ থেকে গাঁজা নিয়ে এসে দক্ষিণ বঙ্গের বিভিন্ন জায়গায় পাচার করে।তবে এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে সমস্ত বিষয়গুলি ক্ষতিয়ে দেখছে হাবড়া থানার তদন্তকারি আধিকারিকরা।পুলিশ গাড়িটি আটক করেছে।ধৃতদের হাবড়া থানার পুলিশের পক্ষ থেকে শুক্রবার বারাসত আদালতে তোলা হয়।