সৌমাল্য ব্যানার্জী,পূর্ব মেদিনীপুর:পূর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুর থানার উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির।বর্তমান এই কোভিড সময়ে,রক্তের ব্যপক চাহিদা রাজ্য সহ জেলায়।রক্তের আকাল রয়েছে সর্বত্র।আর এই কারনে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন থানায় রক্তদানের কর্মসূচী গ্রহন করা হয়েছে। সেই কারনেই চন্ডীপুর থানার ব্যবস্থাপনায় আয়োজন করা হল রক্তদান কর্মসূচী।এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুকের SDPO অতিস বিশ্বাস।এছাড়াও ছিলেন চডীপুর থানার ওসি সহ বিশিষ্টজনেরা। এদিন সিভিক ভলেন্টার সহ একাধিক পুলিশকর্মীরা।এদিন মোটকোভিড নিয়ম মেনে ৫০ জন রক্তদাতা রক্তদান করেন।
