বাড়ির এক অনুষ্ঠানের জন্য ডেকে আনা হয়েছিল পুরোহিতকে।আর সেই পুরোহিতের বিরুদ্ধেই এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ওঠায় তাকে গলায় প্ল্যাকার্ড ও টিন ঝুলিয়ে ঘোরানো হয় গ্রামের রাস্তায়।সেই দৃশ্য অনেকেই মোবাইলে রেকর্ড কিরে।পরে সেই ভিডিও ভাইরাল হলে ঘটনার তদন্তে নামে পুলিশ। এরপর ঐ নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে ঐ পুরোহিত কে গ্রেফতার করে দাঁতন থানার পুলিশ। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার নারায়নচক গ্রামে। অভিযুক্তকে শুক্রবার মেদিনীপুর জেলা আদালতে তোলা হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানাগেছে পুরোহিতকে গলায় প্ল্যাকার্ড ও টিন বেঁধে ঘোরানো হয় এলাকায় ।আর তার অপরাধ লেখা ওই প্ল্যাকার্ডে। লেখা ছিল-“আমি শিশু ধর্ষণ করার অপরাধে আমার এই শাস্তি”।এই দেখে পেছনে উৎসাহে অট্টহাসিতে ফেটে পরেন জনগণ।পরে অভিযুক্ত পুরোহিতকে বৃহস্পতিবার গ্রাম থেকে আটক করে পুলিশ। পরিবার সূত্রে খবর, বুধবার বাড়িতে শ্রাদ্ধের অনুষ্ঠান ছিল। খাওয়ার ব্যবস্থাও ছিল। পাশের গ্রামের এক পুরোহিত ঠাকুরের বিগ্রহ নিয়ে এসেছিলেন অনুষ্ঠান বাড়িটিতে। একসময় শিশু কন্যাকে আড়ালে নিয়ে গিয়ে পুরোহিত ‘খারাপ’ আচরণ করেন। দেখতে পাওয়ার পর তাকে বাড়িতে আটকে রাখার অভিযোগ ওঠে।পুলিশ অভিযুক্ত পুরোহিত কে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।
