শিলিগুড়ি আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভুট্টাবাড়ি এলাকাতে চিতা বাঘের আতঙ্কে চাঞ্চল্য এলাকায়। সূত্রের খবর,এদিন সকালে স্থানীয় এলাকাবাসীরা এলাকায় একটি চিতাবাঘকে দেখতে পায় তার পরই আতঙ্ক ছড়ায় এলাকায়। ঘটনার খবর দেয়া হয় বনদপ্তরকে। খবর পেয়ে বনদপ্তরের বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। এরপর চিতাবাঘের খোঁজে শুরু হয় তল্লাশি। একই সাথে এলাকায় চিতা বাঘ ধরতে বনদপ্তরের তরফ থেকে খাঁচা পাতা হয়েছে এলাকায়। পাশাপাশি ঘটনাস্থলে আসেন বাগডোগরা থানার পুলিশ।