বিরাটির ফুড অ্যান্ড ফিউশন রেস্তোরাঁর ব্যবস্থাপক বাবুসোনা ভৌমিক একটি লিখিত অভিযোগ দায়ের করেন যে ৩ জুলাই তাদের একজন কর্মচারী রবি শ’ দুটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় বিমানবন্দর থানা মামলা নং ১২০/২৫ তারিখ ১৮.০৭.২৫ ইউ/এস ৩০৬ বিএনএস দায়ের করা হয়েছে। তদন্তের সময় তদন্তকারী কর্মকর্তা অভিযুক্তকে গ্রেপ্তার করেন এবং চুরি যাওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করেন।