ইন্দাস থানা এলাকায় যে সমস্ত দোকান পুরোনজিনিস কিনে বিক্রি করেন সেই সব দোকান মালিকদের নিয়ে একটি মিটিং করলেন ইন্দাস থানার ভারপ্রাপ্ত আধিকারিক আব্দুস সামাদ আনসারী। তিনি তাদেরকে অবগত করেন, কোনো পুরাতন জিনিস কিনতে গেলে সেটির সঠিক কাগজপত্র দেখে তবেই যেন তারা কেনেন। যদি বৈধ্য কাগজ পত্র না থাকে তাহলে যে বিক্রি করছে তার আধার কার্ড, ভোটার কার্ড সহ একটি লিখিত প্রমাণ পত্র যেন অবশ্যই করে নেন। কারণ,এখন অনেকেই চুরি করে কম দামে চুরির জিনিস পত্র বিক্রি করছে দোকানে। কোন কিছু চুরি গেলে তার অভিযোগ দায়ের করেন চুরি যাওয়া জিনিসের মালিক ইন্দাস থানায়। ইন্দাস থানার পুলিশ তার তদন্তে নেমে খোঁজ করে দেখেন অনেক আরৎ মালিক সমস্যায় পরছেন। এই পদ্ধতি অবলম্বন করলে যেমন আরৎ মালিক হয়রানির হাত থেকে বাঁচবে তেমনি এলাকায় চুরির ঘটনা অনেকটাই কমবে। এমনই দাবি করেন ইন্দাস থানার ওসি আবদুস সামাদ আনসারী। ইন্দাস থানার ওসির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত আরৎ মালিকরা।
নবেন্দু হাটি – বাঁকুড়া
