ঝাড়গ্রাম : সুমন পন্ডিত
বেআইনি ভাবে চোলাই মদের ঠেক চালানোর অভিযোগে তারাপদ পড়িহারি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে সাঁকরাইল থানার পুলিশ। বেশ কয়েকদিন ধরে রমরমিয়ে চলছিল চোলাই মদের ব্যবসা। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের ধানঘোরী অঞ্চলের চাঁদপাল গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে ৫০০ লিটার চোলাই মদ নষ্ট করে দেয়। ৩০ লিটার কাঁচামাল বাজেয়াপ্ত করেছে পুলিশ। সঙ্গে চোলাই তৈরীর সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়।