চোলাই মদের ভাটিতে হানা দেয় । ওই এলাকাগুলিতে বেআইনিভাবে চোলাই মদ তৈরি করে বিক্রি করা করা হচ্ছে বলে খবর পায় পুলিশও আবগারি দপ্তর। তাই পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে ওই এলাকা গুলি থেকে ৮০ লিটার চোলাই মদ এবং ৩২০০ লিটার কাঁচামাল নষ্ট করে দেয় পুলিশ ও আবগারি দফতর এর কর্মীরা। সঙ্গে তারা ওই এলাকায় থাকা চোলাই মদের পার্টি গুলিকে ভেঙে নষ্ট করে দেয় । পুলিশ ও আবগারি দপ্তর যাওয়ার আগেই চোলাই মদ ব্যবসায়ীরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে সূত্রের খবর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রতিনিয়ত এই এলাকায় চোলাই মদ বিক্রি করাকে নিয়ে গন্ডগোল হয়। পুলিশ যদি এভাবেই নজরদারি করে তাহলে এই এলাকায় চোলাই মদ বিক্রি বন্ধ হবে। পুলিশ ও আবগারি দপ্তর এর ভূমিকায় খুশি এলাকার বাসিন্দারা।
ঝাড়গ্রাম:সুমন পন্ডিত
