চোলাই মদ সহ মগরা থানার পুলিশের জালে ১

পলাশ চক্রবর্তী হুগলি :-

১৫০ লিটার মদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল মগরা থানার পুলিশ। মগরা থানার এএসআই দিলীপ মিশ্র মঙ্গলবার সকালে বয়স ২২-এর সুজন আইচ নামে এক যুবককে মগরা থানার অন্তর্গত নামাজগড় এলাকা থেকে গ্রেফতার করে। পুলিশ তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বাজেয়াপ্ত করে ১৫০ লিটার চোলাই মদ।এরপর ধৃতকে মগরা থানার পুলিশ চুঁচুড়া জেলা আদালতে পাঠায়।