
ছিনতাইয়ের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল শিলিগুড়ি খালপাড়া আউট পোস্ট পুলিশ
পুলিশ সূত্রে খবর,গত ২৫ শে অগাস্ট এয়ারভিউ মোড়ে ছোটু কুমার শা নামে এক ব্যক্তির থেকে তার মোবাইল ফোন ছিনতাই করে চম্পট দেয় এক দুষ্কৃতী। সেই ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করার পর তদন্তে নেমে গতকাল রাতে হাসনেইন শা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে খালপাড়া আউট পোস্টের পুলিশ এবং মোবাইল ফোনটিও উদ্ধার করে পুলিশ। ধৃত ব্যক্তির বাড়ি তেঁতুলতলা এলাকায়। ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
