পশ্চিম মেদিনীপুর
শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা আইনী সহায়তা কেন্দ্রের উদ্যোগে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয় । এদিন পশ্চিম মেদিনীপুর জেলা আদালতে সাতটি ও ঘাটাল আদালতে দুটি বেঞ্চ বসেছিল। পশ্চিম মেদিনীপুর জেলা ও দায়রা বিচারপতি সৌমেন্দ্রনাথ দাস ও জেলা আইনী সহায়তা কেন্দ্রের সেক্রেটারী তথা বিচারক সম্রাট রায় সহ অন্যান্য বিচারকদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়। বিচারক সম্রাট রায় জানান,করোনা পরিস্থিতির মধ্যে সবরকম সাবধানতা অবলম্বন করেই এদিনের জাতীয় লোক আদালতের আয়োজন করা হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যেই এদিনের লোক আদালতে ভীড় ছিল চোখে পড়ার মত। আগামী দিনে জেলার বিভিন্ন আদালতে পশ্চিম মেদিনীপুর জেলা আইনি সহায়তা কেন্দ্রের উদ্যোগে জাতীয় লোক আদালত বসানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে পশ্চিম মেদিনীপুর জেলায় আইনি সহায়তা কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল আদালতে ও মেদিনীপুর জেলা আদালতে জাতীয় লোক আদালতে বেশকিছু মামলার নিষ্পত্তি হয়েছে বলে পশ্চিম মেদিনীপুর জেলা আইন সহায়তা কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়।
