জামালপুর থেকে ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় হুগলির ডানকুনিতে গ্রেপ্তার তিন ব্যাক্তি। পুলিশ সূত্রে খবর,গত ৫ ই আগস্ট কোলকাতা যাওয়ার পথে বীরভূমের ইলামবাজারের ফাস্ট ফুড শপের মালিক শামীম হোসেন ও তার ড্রাইভার বরুন মূুর্মু নিখোঁজ হন। এরপর জামালপুর থানায় একটি কিডন্যাপের অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। যার কেশ নম্বর 205।
আরো জানা যায় যে,বোলেরো পিকআপ ভ্যান নিয়ে কোলকাতা যাওয়ার পথে পূর্ব বর্ধমানের জামাল পুর থেকে নিখোঁজ হয় তারা। এবং তাদের বোলেরো পিকআপ ভ্যানটি জামালপুরের একটি হোটেলের পাশ থেকে উদ্ধার করে পুলিশ।
ঘটনার তদন্তে নেমে এই খুনের ঘটনার সূত্র খুঁজে পায়
